রাউজানে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া এলাকায় একদল পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত হয়েছেন ১৭ জন। স্থানীয়রা জানিয়েছে, পাঁচ/সাতটি কুকুর দল বেঁধে রাস্তাঘাটে পশু হাঁস-মুরগির উপর আক্রমণ করতে থাকলে নিজেদের পশু হাঁস-মুরগি রক্ষায় স্থানীয়রা কুকুর ধাওয়া করতে গিয়ে আক্রান্ত হয়। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে কেউটিয়া কুলাল পাড়া, নাতোয়ান বাগিচা এলাকায় অনেকেই দলবদ্ধ কুকুরের কামড়ে আহত হয়। জানা যায়, আহতদের মধ্যে রয়েছে- বাচ্চু আকতার (২৮), অদিতা (২০), সেকান্দর মিয়া (৭০), অরুপ বড়ুয়া (৪৭), অনিন্দ নাথ (৫২), প্রিতম ভট্টচার্য্য (৭২), পপি বড়ুয়া (৩০), শিশু মোহাম্মদ সায়েদ (৩), সনজিনা (৯), আরমা আকতার (৩), এ্যনি আকতার (১৪), জান্নাতুৃল নিশা (৫২), ইসফা (৪০), রিহুল জান্নতা (৪), সাফায়েত (৫২), ফাহিম (১৮), মো. শাফি (৫০) সহ ১৭ জন নারী-পুরুষ। জানা যায়, আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিয়েছে। কেউ কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হাসান কুকুড়ের কামরে আহত কয়েকজনকে চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশামশুল হুদা চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রংপুর মেডিকেল কলেজ ডে উদযাপন