কোয়ারেন্টাইনের জন্য প্রথম ম্যাচে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচে দলে ঢুকেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। গতকাল তার জন্য ইনিংসের শেষ ওভারটাই রাখেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাভ পান্ত। আর শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন টাইগার কাটার মাস্টার। আইপিএলে এবার মোস্তাফিজুর রহমানের ঠিকানা দিল্লি ক্যাপিটালস। গতকাল শনিবার দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বাঁহাতি এই পেসার, আর নেমেই শুরুটা দুর্দান্ত করেন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকালের ম্যাচে দিল্লির সেরা বোলিং পারফরম্যান্স মোস্তাফিজেরই। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন কাটার মাস্টার।
শুভমান গিলের ৪৬ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট। পুনেতে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। প্রথম দুই বলে মোস্তাফিজ দেন ১ রান করে। তৃতীয় ডেলিভারিতেই পান উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে বোকা বানান মোস্তাফিজ দারুণ এক ডেলিভারিতে। প্রথম ওভারে সবমিলিয়ে মোস্তাফিজ দেন ৭ রান। এরপর তাকে বোলিং থেকে সরিয়ে নেন পান্ত। আনেন পাওয়ার প্লের শেষ ওভারে। ষষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার।
এরপর ডেথ ওভারে মোস্তাফিজকে আনেন পান্ত। ১৭তম ওভারে ফিজ দেন ৯ রান। দুই ওভার বিরতি দিয়ে ২০তম অর্থাৎ শেষ ওভারটি করতে আসেন টাইগার পেসার। ওই ওভারে প্রথম বলে ডেভিড মিলার নিতে পারেন মাত্র ১ রান। দ্বিতীয় বলেই উইকেট। এঙট্রা কভারে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন রাহুল তেয়াতিয়া (১৩)। তার পরের দুই বলে এক করে দুই রান। এবার অভিনব মনোহরকে (১) কাটারে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। স্লগ সুইপ করতে গিয়ে কভারে অক্ষর প্যাটেলের ক্যাচ হন এই ব্যাটার।