আগ্রাবাদ জাম্বুরী মাঠ সরকারি বহুতলা কলোনী এসোসিয়েশনের উদ্যোগে ও নিউ স্টার ক্রিকেট অ্যাকাডেমির পরিচালনায় শিশু, কিশোর এবং বালিকাদের নিয়ে শেখ রাসেল ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শনিবার বিকেলে শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। জাম্বুরী মাঠ সরকারি বহুতলা কলোনী এসোসিয়েশনের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরী, এসোসিয়েশনের ১ম সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, ২য় সহ সভাপতি আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম কামরুল হাসান, নিউ স্টার ক্রিকেট একাডেমির পরিচালক মো. নূর উদ্দিন প্রমুখ। এ সময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ, প্রশিক্ষকবৃন্দসহ এলাকাবাসী ও ক্ষুদে প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।