বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচনে তিনটি পদে জয় পেয়েছে চট্টগ্রামের তিন ক্রীড়া সংগঠক। এদের মধ্যে সাবেক কারাতে খেলোয়াড় এবং বর্তমানে আন্তর্জাতিক কারাতে রেফারী তুলু উশ শামস নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদে। নির্বাহি সদস্য পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বর্তমান নির্বাহি সদস্য হাসান মুরাদ বিপ্লব। এদের মধ্যে শাহজাদা আলম দীর্ঘ দিন ধরে কারাতে ফেডারেশনের সহ সভাপতি পদে ছিলেন। সাবেক এই কারাতে খেলোয়াড় এবারের নির্বাচনে নির্বাহি সদস্য পদে নির্বাচন করেন। আর তাতে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন শাহজাদা। তিনি ৭৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৮ ভোটই পেয়েছেন। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আর ফেডারেশনে তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন। এদিকে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছেন তুলু উশ শামস। তিনি যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে শামস নির্বাচন করেন। চট্টগ্রামের কোন ক্রীড়া সংগঠক প্রথমবারের মত কোন সম্পাদকীয় পদে নির্বাচিত হলেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির যুগ্ম সম্পাদক তুলু এর আগে ফেডারেশনের রেফারী কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া প্রথমবারের মত কারাতে ফেডারেশনে গিয়ে নির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন হাসান মুরাদ বিপ্লব। তিনি একজন ওয়ার্ড কাউন্সিলর। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেন বিপ্লব। ৭৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এক ফেডারেশনে চট্টগ্রামের তিনজন নির্বাচিত প্রতিনিধি খুব কমই আছে। তাদের লক্ষ্য এখন চট্টগ্রামের কারাতেকে এগিয়ে নিয়ে যাওয়া। যদিও ফেডারেশনে গিয়ে চট্টগ্রামের জন্য কাজ করার নজির খুব কমই রয়েছে। সবাই ফেডারেশন নিয়ে ব্যস্ত থাকে। এখন এই তিনজন কি করেন সেটাই দেখার বিষয়।