মহেশখালীতে দেড় হাজার ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা নামক এলাকায় ইয়াবাসহ আটক হয়েছেন আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। তিনি শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীকাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার রাত ২টার সময় একদল লোক আলতাফের বাড়িতে আসলে বিষয়টি স্থানীয়দের মনে সন্দেহের উদ্রেক করে। তারা মহেশখালী থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে মহেশখালী থানার উপপরিদর্শক আবু বক্করের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আলতাফ হোসেনকে আটক করে। এসময় বিক্রির উদ্দেশ্যে আলতাফ ইয়াবা গণনা করছিলেন বলে জানায় পুলিশ। আটক আলতাফ শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাবি করা হলেও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, আলতাফ হোসেন আওয়ামী লীগের কোনো দায়িত্বে নেই।
আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, শাপলাপুর থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করলেন চট্টগ্রাম ওয়াসার এমডি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন ২ জন আক্রান্ত