সীতাকুণ্ডে ৩০ কেজি জেলিমিশ্রিত গলদা চিংড়ি জব্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাই-ভাই মৎস্য আড়ত থেকে ৩০ কেজি জেলিমিশ্রিত গলদা চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল শুক্রবার সীতাকুণ্ড মৎস্য আড়তে পরিচালিত অভিযানে এ চিংড়ি জব্দ করা হয়। এ সময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভাই-ভাই মৎস্য আড়তের মালিক মো. করিম উদ্দীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী রুহুল আমিন এবং তথ্য সংগ্রহকারী রাসেল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই
পরবর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই