হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৪:৫৪ অপরাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় আজ শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাকিব (১৯) ও মো. আব্বাস (১৭) নামে দুই আরোহী আহত হয়েছে।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় দিকে দুই আরোহী তাদের নিজস্ব বাহন মোটরসাইকেলযোগে ফটিকছড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেল সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক প্রেরণ করেন।

আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার বাড়ৈয়ারহাট এলাকার আবদুর শুক্কুরের ছেলে মো. সাকিব ও নূরুচ্ছাপার ছেলে আব্বাস।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরে আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি আটক করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধশহরে নেই, মীরসরাইয়ে পাওয়া গেল ২ করোনা রোগী
পরবর্তী নিবন্ধকানাডায় চলে গেল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার