শহরের নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে ওয়াটার এন্ড লাইফ বাংলাদেশ বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের জন্য পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে সংযোগ প্রদান করা হচ্ছে। নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডস্থ সিএন্ডবি কলোনিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য ইতিমধ্যে ওভারহেড ট্যাংক ও পাম্প হাউস স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার গরীব মানুষের কষ্ট লাঘবে ‘সবার জন্য পানি প্রকল্প’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। ওয়াটার এন্ড লাইফ ও সবার জন্য পানি লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর এলেক্সা মিশেইলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, ওয়াটার এন্ড লাইফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার লিয়া মুসো, সবার জন্য পানি লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার আবুল হোসাইন সুমন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াটার এন্ড লাইফ বাংলাদেশের অপারেশন্স ম্যানেজার শেখ নাজমুস সাকিব ও সবার জন্য পানি লিমিটেডের অপারেশন্স ম্যানেজার মো. আব্দুল হাই সায়েম। প্রেস বিজ্ঞপ্তি।