চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জ্যেষ্ঠতম কাউন্সিলর, সাবেক ফুটবলার ও অ্যাথলেট ডেরিক র্যান্ডলফের স্ত্রী সুকান্তা র্যান্ডলফ মিতা (৬৫) গত ২৯ মার্চ নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ধর্মীয় রীতি অনুসারে যাবতীয় কর্ম শেষে তাকে বুধবার সকালে পাথরঘাটাস্থ খ্রিস্টান গ্রেভইয়ার্ডে কবরস্থ করা হয়। ডেরিক র্যান্ডলফের স্ত্রীর মৃত্যুতে সিজেকেএস সভাপতি, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন। এছাড়া শোক জানিয়েছেন আলী আব্বাস, সিরাজুদ্দিন মো. আলমগীর, মো. হাফিজুর রহমান, শাহজাহান, নাসির মিয়া, কাজী জসিম উদ্দিন, মো. মশিউল আলম স্বপন, সাইফুল্লাহ্ চৌধুরী, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন, আবদুল হান্নান মিরণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।