ইনজুরির কারণে প্রায় এক বছর পর ডারবান টেস্ট দিয়েই সাদা পোশাকে ফেরার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু ম্যাচের দিন সকালে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে একাদশ থেকে ছিটকে গেলেন এই ওপেনার। গতকাল ম্যাচের আগে টসের সময় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস প্রথম বলেন তামিমের না থাকার কথা তারা শুনতে পারছেন। সেটা নিশ্চিত করে অধিনায়ক মোমিনুল হক জানান অভিজ্ঞ ওপেনারের পেটের অসুখের কথা। পরে বিসিবির ভিডিও বার্তায় ফিজিও বায়েজিদুল ইসলাম জানান তামিমের অবস্থার বিস্তারিত। তামিম গতকাল সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে। এর মধ্যেই ওকে আমরা ওষুধ দিয়েছি। তামিমের সঙ্গে হোটেলে চিকিৎসক আছে। তামিমকে স্টেডিয়ামে আনা হয়নি। যেহেতু পেটে ব্যথা করছে এবং টয়লেটও হচ্ছে। ওষুধ দেওয়া হয়েছে। আর সে কারনেই প্রথম টেস্টে খেলতে পারেননি তামিম।
তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে তামিম করেছেন দারুন ব্যাটিং। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছে তামিম। যদিও আগে বল হাতে দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে বেধে ফেলে ম্যাচ এবং সিরিজ জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন তাসকিন। বাকি কাজটা তামিম করেছেন ব্যাট হাতে। ওয়ানডে সিরিজে দারুন পারফর্ম করা তামিমকে ঘিরেই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও। কিন্তু সেটা আর হলোনা। এর আগে ওয়ানডে সিরিজ শেষ করে অসুস্থ পরিবারের সদস্যদের দেখতে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরেন সাকিব। তাই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই প্রথম টেস্ট খেলতে হচ্ছে বাংলাদেশকে।