সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে সুপার থ্রি-পর্বের দ্বিতীয় খেলাও ড্র হয়েছে। হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। খেলার তৃতীয় মিনিটে রায়হানের গোলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা এগিয়ে যায়। অব্যাহত চেষ্টার পর ৪৫ মিনিটে ইরফাতুল বল জালে পাঠালে শোভনীয়া ক্লাব সমতা আনতে সক্ষম হয়। শেষ পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। এ ফলাফলে সুপার থ্রি পর্ব শেষ করে ২ পয়েন্ট পেয়েছে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা। আর শোভনীয়া ও সাউথ এন্ড ক্লাবের পয়েন্ট এক। আজ বিরতির পর আগামীকাল শেষ খেলায় সাউথ এন্ড ক্লাব ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। সুপার থ্রি পর্বের সর্বোচ্চ পয়েন্ট ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল দ্বিতীয় বিভাগে উঠবে।