বেশ কয়েক বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার কাজ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটি নির্মাণের জন্য বেশ কয়েকটি দেশের অর্থায়ন পেয়েছিল। এবার নতুন করে ২৫ লাখ টাকার আরেকটি তহবিল পেল ‘মুভিং বাংলাদেশ’। গত বুধবার সিনেমাটি সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান বলেন, আমরা আবারো সিনেমার জন্য টাকা পেলাম। সিনক্রাফ্ট ফান্ড সিনেমা নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দেবে। নুহাশ হুমায়ূন জানান, ফিল্মটির কাজ এখনো চলছে। তার আগের কাজ এবং এই সিনেমার চিত্রনাট্য দেখে তাহবিলটি জিতেছেন তারা। এর আগে ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার তাহবিল পেয়েছিল ‘মুভিং বাংলাদেশ’।