জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাহনাজ খুশি জুটি বেঁধে ৭ পর্বের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নির্মিতব্য ধারাহিক নাটকটির নাম ‘পিকচারম্যান’। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব। এর গল্প রচনা করেছেন বৃন্দাবন দাস। এতে ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নাটকের গল্পে, চঞ্চল চৌধুরী কঙবাজারে বেড়াতে আসা কাপলের ছবি তোলেন। কিন্তু হঠাৎ একদিন সৈকতে দেখা হয়ে যায় দীর্ঘদিনের ভালোবাসার মানুষের সঙ্গে। তবে একা নন, সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলেও। এরপর নাটকের গল্প ভিন্ন দিকে মোড় নেবে। নাটকে চঞ্চলের প্রেমিকার চরিত্রে দেখা যাবে শাহনাজ খুশিকে। চঞ্চল চৌধুরী বলেন, নাটকটার গল্প একেবারেই ব্যতিক্রম। আমার চরিত্রটিও। বেশ উপভোগ করছি কাজটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে। শাহনাজ খুশি বলেন, আমরা বেশ আনন্দ নিয়ে কাজটা করছি। গল্পটা ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি। নাটকটিতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, নূর এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, রিমি করিমসহ অনেকেই।