মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্রিকেট ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পোর্ট সিটি হাউজিং সোসাইটি (বালুর মাঠে) অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান গ্রুপ এর ডিমএডি ওয়াসিফ আহমেদ সালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক পূর্বদেশ এর ক্রীড়া সাংবাদিক জনাব সাইফুল্লাহ চৌধুরী, মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নাছির মিয়া, শাহ্ আমানত অয়েল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন জেকি।