সড়ক দুর্ঘটনারোধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সুপারিশমালা

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ বিষয়ক একটি প্রস্তাবনা স্মারক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে (পিপিএম) গতকাল বেলা ১২টায় সিএমপি কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি। সম্প্রতি চট্টগ্রামসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন কর্মসূচি থাকা স্বত্তেও সম্মিলিত উদ্যোগের অভাবে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। এক্ষেত্রে পরিবহন মালিক, গাড়ি চালক, যাত্রী কল্যাণ সমিতি, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং জনসাধারণকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে সড়কের দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
সার্ক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সড়কে শৃঙ্খলা ফেরাতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সুপারিশ বাস্তবায়নে পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল গাউসিয়া কমিটির মাহে রমজানের স্বাগত র‌্যালি
পরবর্তী নিবন্ধবিজয় ’৭১ এর আলোচনা সভা