নাসির উদ্দিন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ধ্রুবতারা

বেপজিয়ার শোকসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশনের (বেপজিয়া) চেয়ারম্যান, প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাসির উদ্দিন স্মরণে শোকসভা চট্টগ্রাম ইপিজেড ইনভেস্টারস ক্লাব কনফারেন্স রুমে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তারা বলেন, মো. নাসির উদ্দিন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ধ্রুবতারা। তাঁর হাত ধরে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বে পরিচিত লাভ করেছে। বেপজিয়ার জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহর সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন বেপজিয়ার বর্তমান চেয়ারম্যান এস এম খান। বক্তব্য দেন, মরহুমের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ এম তানভীর ও সৈয়দ মো. তাহমীর, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ সালাম, বেপজিয়ার নেতৃবৃন্দের মধ্যে মোস্তফা জুয়েল, এস এম আবু সুফিয়ান, এ এইচ এম ফেরদৌস, এনামুল হক, সাইফুল হুদা, রাজিউর রহমান, আশফাক, বিপ্লব বড়ুয়া, শিশির কান্তি, ওমর ফারুক, জিয়াউল হাসান, আনোয়ারুল ইসলাম, রায়হান শামস, সুবীর পাল, কাউসার, অঞ্জন শেখর দাস, মহিউদ্দিন বিন মেজবাহ, মো. এনামুল হক, খাজা মঈনুদ্দিন ফরহাদ, এ কে এম মাহবুবুর রহমান, তপন কুমার চক্রবর্তী, মো. মিজানুর রহমান, আব্দুল জব্বার, খালেদ চৌধুরী, নুরুন্নবী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে একসঙ্গে তিন দিনের বেশি পণ্য ক্রয় না করার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধরাজনৈতিক স্বাধীনতা পেয়েছি অর্থনৈতিক স্বাধীনতা পাইনি