লোহাগাড়া বড়হাতিয়ায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী (২৮ ও ২৯ মার্চ) ৪৫ তম জবলে সীরাত মাহফিলে সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, মহানবী মুহাম্মদ (দ.)হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য মনোনীত নবী। নবীর (দ.) আদর্শ অনুসরণে রয়েছে
বিশ্ব মানবতার মুক্তি । তাঁর আদর্শ অনুসরণ করলে সকল ধর্মের মানুষই সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। দুইদিন ব্যাপী মাহফিলে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ড. সাইয়েদ মাওলানা আবু নোমান, কাজী মাওলানা নাছির উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ নূরী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, উপাধ্যক্ষ হাফেজ শাহ আলম, অধ্যক্ষ মুহাম্মদ আবু নসর, অহিদ আহমদ, হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, ড. মাহমুদুল হক ওসমানী, মুহাম্মদ আবদুল কাদের নিজামী, মুহাম্মদ নেজাম উদ্দিন, রিদওয়ানুল হক, মুছা কাজেমী, মহিউদ্দিন মাহবুব, ইমরান সাঈদ, জিয়াউল হক আনছারী, লোকমান হাকিম, মাওলানা ইউসুফ আরমানী প্রমুখ। কাজী মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিছ মিয়া, মুহাম্মদ ইব্রাহিম কবির, মুহাম্মদ শফীউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











