রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝে জীবনের সংজ্ঞা খুঁজি

সুলতানা কাজী | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত শিখছি, জীবনকে। হরেক রকম জীবন! সকালের জীবনের সাথে সন্ধ্যার জীবনের বড় অমিল! প্রতিটা মুহূর্ত রঙ পাল্টায়! গোধূলির রাঙা আলো দেখা হয় না অনেকদিন। ছোটবেলায় দেখা গোধূলির মাঝেই স্মৃতি হাতড়াই! জীবন রঙিন, মলিনও ! ঘন মেঘে ঢেকে যাওয়া আকাশ মুহূর্তেই ফর্সা হয়! রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝে জীবনের সংজ্ঞায়ন খুঁজি। ঘটনাবহুল জীবন কখনো বিশদ, কখনো সংক্ষেপিত! আলোর পথে জীবন নিখাদ সুন্দর হয়। সুন্দরকে লালন করে এক বুক নিঃশ্বাস ছাড়ার মাঝে যে অপরিমেয় সুখ লুকিয়ে থাকে, তা বুঝার সাধ্য খুব কম জনের হয়! ঋদ্ধ মানুষ হতে চাই! সাধারণ জীবন বড্ড প্রিয় আমার। কতোকাল পাতা ঝরা পথ দিয়ে হাঁটি না! মর্মর শব্দে মনের বিষাদ দূর হয়! লজ্জাবতীর সলজ্জভাব ভীষণ ভালোবাসি। লজ্জাবতীর পাতা যুগের কল্যাণে কমই লজ্জাবনত হয় ইদানীং! সঙ্গদোষ বলে কথা! তালগাছ কিন্তু এখনো নিজের স্বকীয়তায় বহাল। ভাগ্যিস, অত উচ্চতা নিয়ে খুব বেশি গাছের জন্ম হয়নি! তাহলে, বেচারা তালগাছ, সুপারী গাছেরও লজ্জাবতীর দশা হতো!
দেখার, বুঝার অনুভূতিগুলো বেশিই পরিপক্ক এখন। কী যে করি! দেখেও না দেখার ভান করা আয়ত্ত করছি। অন্তর দিয়ে ঘৃণা নয়, ভালোবাসার জয়মাল্য রচনায় সিদ্ধ হচ্ছি। নিজের প্রশ্ন নিজেকে করি! সাধারণ হওয়াকে অসাধারণ কাজ ভাবি। কঠিনকে সহজ করার অভ্যাস রপ্ত করে চলছি প্রতিনিয়ত। আমার আমি- হওয়ার পথে যত কঠিন, অসুন্দর কাঁটা আছে তা মসৃণ করার অভিপ্রায়ে নতুন পথে চলা শুরু করছি। জীবন সুন্দর, মানুষ সুন্দর, সৃষ্টি আরো বেশি সুন্দর!
লেখক: শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিত
পরবর্তী নিবন্ধস্বাধীনতা, ভুট্টোর মিথ্যাচার ও বিস্মৃতপ্রায় গণহত্যা