সবুজ রঙে দেশটা সবুজ,
সবুজ বাংলাদেশ।
সেই দেশেতে জন্ম আমার,
সবুজে সবুজ দেশ।
গাছে গাছে সবুজে সবুজ,
সবুজ ক্ষেতের মাঠ।
গ্রাম-শহরে আরও সবুজ,
বাজার করার হাট।
এদেশ হলো সবুজের মেলা,
সবুজ দেশের কৃষাণ।
সবুজ যেন রঙ মেলেছে,
বাংলাদেশের নিশান।
সাইদুল ইসলাম সাইদ (৩১,৫০৬) | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৫ অপরাহ্ণ