ভূত বলল, ‘আসছি ‘
তাই শুনে খুব হাসছি
হঠাৎ কাত বাপরে
ভূত মারল লাফরে।
আমার ঘাড়েই পড়ল
জাপটে মাথা ধরল
মারল ক-টা থাপ্পড়
ছিঁড়ে দিল কাপড়।
কোথায় যাই যাই রে
কোথাও কেউ নাইরে
ঠক- ঠক – ঠক কাঁপছি
শুধু তাঁকেই কেবল ডাকছি
তবেই সে ভূত ভাগল
পাই না ভেবে হঠাৎ কেন
ভূতটা এমন রাগল?