স্বাধীনতা

নির্ঝর হায়দার সিদ্দিকী সৌম্য (৩২,১৩২) | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৪ অপরাহ্ণ

স্বাধীনতা আমার কাছে
সারাক্ষণ দৌড়ঝাঁপ,
সাইকেল চালানো ধুপধাপ।

স্বাধীনতা আমার কাছে
বাড়ির কাজ না থাকা,
খেলা করা আর ছবি আঁকা।

স্বাধীনতা আমার কাছে
ঝাল-মিষ্টি-চায়ের বায়না,
কেউ যেন আমাকে পায় না।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির ঐক্য
পরবর্তী নিবন্ধভূত