আনোয়ারায় মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩১ অপরাহ্ণ

আনোয়ারায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মহিআলম চৌধুরী বীরত্বের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দুটি যুদ্ধের একটি গল্প’ ডকুড্রামা প্রদর্শন ও মেগা কনসার্ট গত ২৮ মার্চ আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এতে সংবর্ধিত অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা দীপ্ত টেলিভিশনের (সিও) ফুয়াদ চৌধুরী ও শহীদ সার্জেন্ট মাহি আলমের স্বজন মারজান চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেক। শেষে অনুষ্ঠিত হয় কনসার্ট ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় আবৃত্তি জোটের দুদিনব্যাপী উৎসব শুরু আজ
পরবর্তী নিবন্ধকমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির আলোচনা সভা ১২ এপ্রিল