শিল্পকলায় আবৃত্তি জোটের দুদিনব্যাপী উৎসব শুরু আজ

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩০ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী আবৃত্তি উৎসব ‘সুবর্ণে স্বাধীনতা, সমুজ্জ্বল কবিতা’। আজ বিকাল সাড়ে ৪টায় উদ্বোধনী দিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন বরেণ্য শিক্ষাবিদ মোহিত উল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের এই উৎসবের উদ্বোধনী আবৃত্তি : জন্মভূমি পূণ্যভূমি পরিবেশন করবেন জোটভূক্ত ২৩টি সংগঠনের নির্বাচিত শিল্পীরা। আবৃত্তিশিল্পী ফারুক তাহের রচিত এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি সাইফ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন জোটের সহ-সভাপতি ফারুক তাহের। একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন শিল্পীরা। উৎসবে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জোটের সভাপতি অঞ্চল চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে এক শ্রেণির লোভী সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শন