ক্বণনের তিন যুগ পূর্তি অনুষ্ঠান ১ এপ্রিল

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:২৯ অপরাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন যুগ পূর্তি অনুষ্ঠান আগামী ১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান আলোচক থাকবেন কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরী এবং সভাপতিত্ব করবেন ক্বণন সভাপতি মোসতাক খন্দকার।
অনুষ্ঠানসূচিতে রয়েছে বিকাল সাড়ে ৪টায় বর্ষপূর্তির আনন্দ উদযাপন, ৫টায় মূলপর্ব আলোচনা, আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশনা। আরও রয়েছে কবিকন্ঠে কবিতাপাঠ। এতে সকল আবৃত্তিপ্রেমীকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে দেশকে বিশ্ব সভায় পরিচিতি দিয়েছেন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই