বান্দরবানে দেড় কোটি টাকার ইয়াবা সহ আটক ১

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ১০:৫২ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে ৫০ হাজার ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এলাকায় থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিরিতে বেইলি সেতুর নিচে অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ ও এবং বলিপাড়া ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) যৌথ বাহিনীর একটি দল।

এসময় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নাম ঞোচিংঅং মারমা(৪২)। তিনি রেমাক্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়ার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব ৭-এর সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব ৭ যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউল্টে গেল কলার ট্রাক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার