কথিত বামদের ওপর ভর করেছে বিএনপি-জামায়াত

মহানগর আ. লীগের হরতাল বিরোধী সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের অর্ধবেলা হরতালের প্রতিবাদে নগরীতে সভা করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, করোনা অতিমারী এবং রুশ-ইউক্রেন যুদ্ধ যে বৈশ্বিক মানবিক বিপর্যয় ডেকে এনেছে তা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করেছেন। সারা বিশ্ব যখন ভালো নেই তার চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে। তারপরও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অজুহাতে যারা হরতাল ডেকেছেন তাদের দেশপ্রেমে ঘাটতি আছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, আমরা হরতালের বিরোধী নই। এটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রধান হাতিয়ার। তবে হরতাল আহ্বান যৌক্তিক হতে হবে। জনগণ যদি হরতাল আহ্বানকারীদের ডাকে সাড়া দেয় তা হলে বলার কিছু নেই, আমরাও স্বাগত জানাবো। তিনি দুঃখ প্রকাশ বলেন, হরতাল আহ্বানকারী বাম গণতান্ত্রিক জোট ভুক্তদের অনেকেই মহান মুক্তিযুদ্ধে শরীক ছিলেন। তারা জানেন বিএনপি জামায়াতের আসল রূপ কী? এরা দেশকে এখনো পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। বিএনপি-জামায়াত কথিত বাম ও প্রতিবাদীদের উপর ভর করে ক্ষমতা দখল করে এদেশকে পাকিস্তান বানাতে চায়।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. হোসেন, আবু তাহের, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, রেজাউল করিম কায়সার, সৈয়দ মো. জাকারিয়া, আবু তৈয়ব সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধসম্পত্তির ভাগ না পেয়ে কোপালেন মা ভাই বোনকে