সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে

চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় ব্যারিস্টার মনোয়ার

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের ১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
১ এপ্রিল বিকালে সিআরবি চত্ত্বরে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক মহা-সমাবেশের আয়োজন উপলক্ষে ফোরামের প্রস্তুতি সভা ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদের সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- লেখক নেসার আহমেদ, গোলাপুর রহমান, এড. টিআর খান, এড. সেলিম চৌধুরী, এড. মো. মাসুদ, মো. জাহাঙ্গির আলম দস্তগির, ইমতিয়াজ আহমদ, আকরাম হোসন, মো: ফোরকান, ড. আজিজ, ইঞ্জিনিয়ার উজ্জ্বল, ওসমান গণি, কাণিজ ফাতেমা, লাভলি ডিও, চৌধুরী জসীমুল হক, সৈয়দ ইয়াসির সামিন, রহিমা আক্তার ডলি, এস. বি. দেব লিটন, মো. হান্নান, আবুল কালাম আজাদ, মো. লোকমান, দেব প্রসাদ দেবু, আবু জাফর ইরান, মো. হাসান, মো. তারেক, পংকজ কুমার (রাহুল), মামুন চৌধুরী, মো. ফেরদৌস, সুধীর রঞ্জন শীল, আনিস খোকন, হাসান মিয়া, মো. রাশেদ, মো. মনসুর আলম, আর আই ইমন, ফোরকান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসু-স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২য় ডোজ পেলেন ২ হাজার জন
পরবর্তী নিবন্ধগণমাধ্যমকর্মীদের জন্য সংসদে নতুন বিল