সু-স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২য় ডোজ পেলেন ২ হাজার জন

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

চসিক এলাকায় কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নে সু-স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম গতকাল সোমবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান জেব-উন- নেসা চৌধুরী। উপস্থিত ডা. সুমন তালুকদার, মো. আবু ছালেহ, আশীষ বর্দ্ধন, মো. আবু তাহের চৌধুরী, মো. জাবেদ, মো. রাকিব, রুপনা দাশ, শাহীন আরা প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুস্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে নগরীর হত দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি জনগণের স্বাস্থ্য সেবায় সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বে-সরকারী সংস্থাকেও এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের পাশে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে