বাংলাদেশ হিন্দু ফাউণ্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সহধর্মিণী সবিতা মজুমদার গতকাল সোমবার নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেন। একই দিন তাঁর শেষকৃত্য অভয়মিত্র মহাশ্মশানে সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর কমিটির সভাপতি পরিমল কান্তি চৌধুরী, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।