সীতাকুণ্ডে বিএনপি নেতার দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুরের দলীয় পদের স্থগিতাদেশ ৫ মাস পর তুলে নেয়া হয়েছে। গতকাল সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলমের ফেসবুক থেকে শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ ক্যাপশন দিয়ে পোস্ট শেয়ার করা হয়। এ কারণে ওই বছরের ১লা নভেম্বর জহুরুল আলম জহুরের পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপি। রহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃংখলা পরিপন্থি কাজের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদ স্থগিত করা হয়। আপনার আবেদনের প্রেক্ষিতে পদ পদবী স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক দুটি পদ পুনর্বহাল করা হলো। এ সময় তিনি দলের ঐক্য সুদৃঢ় করে দলকে আরো শক্তিশালী করে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী সমিতির এক সদস্য বহিষ্কার
পরবর্তী নিবন্ধলামায় জিপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু