শাশ্বত বিপ্লবের রক্তস্নাত ইতিহাস মহান স্বাধীনতা মিশে আছে আমার অন্তরের গভীরে, পরাধীন মুক্ত হতে চাইলাম এলো একাত্তরের রক্ত ঝরা দিন। সেদিনের সেই বজ্রকন্ঠের হুশিয়ারী সাহসী মনের চিৎকার প্রতিবাদ আর প্রতিরোধে গড়া সংগ্রামী ছাত্র জনতার বিপ্লবী আনদোলনের ফসল এই স্বাধীনতা। আমার অহংকার। মাতৃভূমিতে পেলাম স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার। আজ মনের ভেতর গৌরব গাথার অমর এক স্মৃতি জেগে ওঠে যেখানে গৌরবের সাথে ত্যাগ আর বিসর্জনের শোকগাথাও মিলেমিশে একাকার হয়ে আছে। বিজয়ের আনন্দে আন্দোলিত মনে হারানোর বেদনার, শোষণ আর শাসনের, আশা নিরাশার অপরূপ স্বপ্নগাথা হয়ে থাকে। মহান স্বাধীনতা দিবসে তাই শক্তি আর অসীম সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের অনির্বাণ শিখায় শ্রদ্ধার পুস্পমাল্য দিই বিজয় নিশান উড়াই বাংলার আকাশে। তাই না দেখে বাঙালি হাসে পরম সুখে। ভাইয়ের মায়ের ত্যাগের এই ইতিহাস জানে বিশ্ববাসী বাংলা আমার প্রাণ, বাংলায় কথা বলি বাংলাকে ভালোবাসি।