রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

হিংসুটে

সহ্য হয় না কারো সুনাম
হজম হয় না কর্মকে
মান বোঝে না, শান বোঝে না
বুঝতে চায় না মর্মকে।

মানুষ পটায় কুৎসা রটায়
এ কান থেকে ও-কানে
নিন্দা ছড়ায় আড্ডা পাড়ায়
দোকান থেকে দোকানে।

এমন যাদের স্বভাব তাদের
রাখতে হবে বাইরে
যতই নাচুক নিজে নিজে
তাইরে নাইরে নাইরে।

পূর্ববর্তী নিবন্ধ“বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়”
পরবর্তী নিবন্ধমনিকা ভিত্তি : এলিজি