চট্টগ্রাম নগরী ও জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নানা কর্মসূচি পালন করে। এতে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশকে ভালবেসে সকলে যদি এগিয়ে যাই তাহলে কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।
আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, প্রফেসর ড. সালেহ জহুর, মুহাম্মদ বদিউল আলম এবং প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। স্বাগতঃ বক্তব্য রাখেন মুহাম্মদ শফীউর রহমান। আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. শাকের আলম শওক, ড. শাহ মোহাম্মদ সানাউল করিম।
ইডিইউ : ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ দোহা। খুলশী নোমান সোসাইটিস্থ ক্যাম্পাস প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সজল কান্তি বড়ুয়া, ড. মুহাম্মদ রকিবুল কবির, ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. আসাদুজ্জামান, ফেরদৌস বিন হাবিব প্রমুখ।
বিজিসি ট্রাস্ট : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ। বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আরঙ্গজেবের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ন বৈদ্য, প্রফেসর ড. হযরত আলী মিয়া, এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ড. মো. সরোয়ার উদ্দিন, খালেদ বিন চৌধুরী, অধ্যাপক সৌমেন চক্রবর্তী, নাজনীন আকতার, অনিন্দ্য কুমার নাথ, সালাহ উদ্দিন চৌধুরী, আবদুর রশিদ।
ইউএসটিসি : ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), আইএএইচএস, বিবিএমএইচ, আনোয়ারা নূর নার্সিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইউএসটিসি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ইউএসটিসির মাওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ইউএসটিসির কনফারেন্স রুমে বই প্রদর্শনী আয়োজন করা হয়। সভায় ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, (ডা.) এ এম এম এহতেশামুল হক, মিনারা খানম, ডা: বদিউল আলম, দিলীপ কুমার বড়ুয়া, ডা: সত্যজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সাউদার্ন ইউনিভার্সিটি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ উদযাপন করলো ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলাওয়াত, আলোচনা সভা,সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, ট্রেজারার ড. শরীফ আশরাফউজ্জামান প্রমুখ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর একেএম তফজল হকসহ কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, স্থাপত্য বিভাগ, তড়িৎ প্রকৌশল বিভাগ, অর্থনীতি বিভাগ, আইন বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ব্যবসা-প্রশাসন বিভাগ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহীত উল আলম, খুরশিদুর রহমান, আবু তাহের, শেখ মুহাম্মদ ইব্রাহিম, মঈনুল হক, সোহেল এম. শাকুর, মোহাম্মদ ইফতেখার মনির, টুটন চন্দ্র মল্লিক, তানজিনা আলম চৌধুরী, ফারজানা ইয়াসমিন চৌধুরী, সাদাত জামান খান, আহমদ রাজীব চৌধুরী ও কাউছার আলম প্রমুখ।
এম এ লতিফ এমপি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এম.এ. লতিফ এমপি’র উদ্যোগে বন্দর এলাকায় এমপির ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এম.এ.লতিফ এমপি। সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাঙ্গাগীর আলম চৌধুরী, আবদুল বারেক, শাহাদাৎ হোসেন, আসলাম, আকবর হোসেন কবি, গোলাম মোহাম্মদ চৌধুরী, আব্দুল আজিজ মোল্লা, জানে আলম, ওয়াহিদুল আলম, দেবাশীষ পাল দেবু, নায়েবুল ইসলাম ফটিক, আবছার উদ্দিন, মাইনুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, ইকবাল হোসেন।
পোর্ট সিটি ইউনিভাসিটি : মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ারের নেতৃত্বে মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রিহ্যাব : রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. সেলিম উদ্দিন। তিনি বলেন- “শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে আমরা উন্নত সমৃদ্ধির পথে যাচ্ছি”।
মধ্যম সরাইপাড়া এবতেদায়ী মাদরাসা : মধ্যম সরাইপাড়া এবতেদায়ী মাদরাসার উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসার অডিটোরিয়ামে ডা. আলহাজ্ব মো নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরাইপাড়ার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। উপস্থিত ছিলেন এম শওকত আলী, লুৎফুল হক খুশি, মাওলানা নুর মোহাম্মদ, মাসুদ মিয়া, আবু সৈয়দ খান, মুজিবুর রহমান, মনসুরুল হক, তাহের ইঞ্জিনিয়ার, জাহাংগির আলম, জাহাংগীর বেগ, আব্দুল কাদের সুজন, মানিক, লিটন প্রমুখ।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে নগরীর কেইপিজেড শহীদ মিনার চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, পলাশ চন্দ্র আইচ, মিজানুর রহমান, ঋতুপর্ণ মহাজন প্রান্ত, রিয়েল শীল, রবিউল হোসেন রবিন, ফারহানা শারমিন রসনী, রানা হামিদ, রবিউল হাসান রনি, দূূর্জয় রাজ, আসাদ আহমেদ, দেব, রিমন মিয়া, হাসিবুল হাসান নিশান, হৃদয়, রাব্বি, সৌরভ শীল, সিয়াম, সানিম, সাইদ, রায়হান, যুবনেতা সাদ্দাম হোসেন টিপু প্রমুখ।
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, হাজী নুরুল আলম, পতেঙ্গা থানা শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ আলী, আবু তাহের, আশরাফ খোকন, মো. কামাল, মো. সেলিম, আব্দুল লতিফ, মো. কাশেম, মো. হারুন, মো. সাইফুদ্দিন, মো. শাহজাহান, মো. ফারুক, মো. মনজুর আলম, মো. সম্রাট, মো. নাদিম, বদিউল আলম, সিরাজল ইসলাম সাজু, মো. শান্ত, মো. সায়েম, মো. সেলিম, মো. আসিফ, মো. জিসান, মো. সাইদুল, মো. ইকবাল প্রমুখ।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ আলী বেলাল সাহেদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন উর রশীদ বাপ্পীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খিড়কি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন খিড়কি’র উদ্যোগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এফ এ নয়ন চৌধুরী, মাসুদ খান খোকন, উত্তর কুমার, এস ইউ রোকন, হ্যাপী আক্তার, রাজু, ফেরদৌস অপু, এম এ জব্বার, মোস্তফা সাগর, বাহার মজুমদার, আখেরী মিয়া, কায়সার আলম বাবলু, ইরাদ নূর, হারুন-উর-রশিদ হারুন প্রমুখ।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আ.লীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সামশুল আলম এবং সাধারণ সম্পাদক লায়ন এম আশরাফুল আলমের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম কন্ট্রাক্টর, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, কাবেদুর রহমান কচি, কুতুব উদ্দিন, কফিল উদ্দিন, মাহবুবুল আলম, আবু সৈয়দ, আমির উদ্দিন, মনজুর হোসেন, হাফেজ আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ কাউসার, ফারুকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার, দেলোয়ার হোসেন বাচা, জাবেদুল ইসলাম জাবেদ, আলী বেলাল সাহেদ, মোহাম্মদ হারুন উর রশিদ বাপ্পি, মীর মশাররফ হোসেন জুনায়েদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ ৩৭ নং ওয়ার্ড : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ ৩৭নং ওয়ার্ডের উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি পোর্ট কলোনী শহীদ শামসুজ্জামান স্টেডিয়াম সম্মুখ হতে শুরু হয়ে কাস্টম হাউস চত্বর প্রদক্ষিণ করে পোর্ট কলোনি ১২নং সড়কস্থ শহীদ মিনার পাদদেশে এসে সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন শামীম, শওকত হোসেন জগলু, মো. রাশেদ, জাফর খাঁন, বাদশাহ মিয়া, সাইফুর রহমান স্বপন, বিশ্বজিত দেব, মেহেদী হাসান মজুমদার, রেজাউল করিম আলমগীর, সাইফুল হাসান সরকার, দেবব্রত শীল, আবুল বশর, শহীদুল মালিক মিরাজ, আতিকুর রহমান বিপ্লব, মাসুদুল ইসলাম, আরিফুর রহমান সোহাগ, বাদশাহ, খুরশীদ বাদশাহ, বিপ্লব শীল, বখতিয়ার হোসেন সুমন প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রিয় শহিদ মিনারে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলাস্থ চবি এলামনাই এসোসিয়েশন কার্যালয়ে আলোচনা সভা ও স্বাধীনতার কবিতার আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও চাকসুর সাবেক ভিপি মোঃ নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চবি এলামনাই এসোসিয়েশনের কার্যকরী সদস্য মজহারুল হক শাহ চৌধুরী। আলোচনায় অংশগ্রহন করেন গিয়াস উদ্দিন, কামরুল হাসান হারুন, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ ইমাম বিলু, মো. সাইফুদ্দিন আহমদ সাকি, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জিন্নাত পারভীন শাকী, শামসুর রহমান রাকিব, কামরুন নাহার ঝর্না প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইউছুফ।
ডা: ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দক্ষিণ কাট্টলী ডা: ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের উদ্যোগে ২৬ মাচ এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আসলাম হোসেনের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস হাসনা বানু এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম। প্রধান আলোচক ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ডাঃ মোঃ আরিফুল আমিন এম.বি.বি.এস। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজ গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, মোঃ বদিউল আলম, উপাধ্যক্ষ মি. স্বপন কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক উল্যাহ, অধ্যাপক মিসেস শিরিন আক্তার বেগম প্রমুখ।
দারুল উলুম কামিল মাদরাসা : দারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের ছাত্র হাফেজ মুহাম্মদ জুবায়ের, নাতে রাসুল পরিবেশন করেন আলিম ২য় বর্ষের ছাত্র আব্দুলাহ রাফি, দেশাত্নবোধক গান পরিবেশন করেন কাজি সাদিকা বিনতে সেলিম ও তার দল। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দিস মও. আনোয়ার হোসাইন, প্রভাষক মও. খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, রফিকুল ইসলাম, মুনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মও. আহমদুর রহমান নদভী।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় হল রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘স্বাস্থ্যখাতের প্রাপ্তি ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের অয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিষয়ের উপর আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহেনা আক্তার, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, অধ্যাপক ডা. মনোয়ার-উল- হক, ডা. হাসিনা নাসরিন, ডা. আইরিন সুলতানা ও প্রকৌশলী ফরহাদ রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী রিসার্চার ডা. সাইফুল আমিন।