মুশতারী শফীর অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে

স্মরণসভায় বক্তারা

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিশিষ্টজনেরা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমৃত্যু জারি রেখেছিলেন বেগম মুশতারী শফী। মৃত্যুশয্যায়ও তিনি একটি শপথনামা লিখে আহ্‌বান জানিয়ে গেছেন সেই লড়াই জারি রাখার। মুশতারী শফীর চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামকে এগিয়ে নিলেই উনার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘বেগম মুশতারী শফী নাগরিক স্মরণসভা পরিষদের’ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রমের ভারপপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ, ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাইলাল দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লেখিকা অধ্যাপিকা আনোয়ারা আলম ও ফেরদৌস আরা আলীম এবং প্রয়াত মুশতারী শফীর সন্তান ফারজানা নজরুল ও মেহরাজ তাহসান শফী। স্মরণসভার শুরুতে সঙ্গীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম ও রক্তকরবীর শিল্পীরা। শোক প্রস্তাব পাঠ করেন উদীচী চট্টগ্রামের সহ সাধারণ সম্পাদক জয় সেন। জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর।

পূর্ববর্তী নিবন্ধশিশুর কান্না শুনে মায়ের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধদীর্ঘ সঞ্চয়ের অন্যরকম দান