সেন্টমার্টিনে কুকুরের উপদ্রব থেকে রক্ষা করতে পূনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। গতকাল রোববার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী পুনর্বাসন শুরু করেন।
তিনি জানান, দ্বীপবাসী ও পর্যটকদেরকে প্রতিনিয়ত উপদ্রব করে স্থানীয় কুকুরের পাল। আবার এসব কুকুরকে হত্যা করাও আইনত অপরাধ। তাই বিকল্প পন্থা হিসেবে সেন্টমার্টিন থেকে টেকনাফের মূল ভূখন্ডে কুকুর পুনর্বাসন করা হচ্ছে। সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে। টেকনাফ প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় টেকনাফ উপজেলা পরিষদ এ কার্যক্রম বাস্তবায়ন করছেন।