চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের (ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল) উপর এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। হাসপাতালের ইমরান হলে সকাল ৯টায় সেমিনার উদ্বোধনকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, সঠিক মাত্রায় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সফল হাসপাতাল ব্যবস্থাপনার পূর্বশর্ত। তাই চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও ইমপেরিয়াল হাসপাতালে জন্মলগ্ন থেকেই উন্নত পর্যায়ে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা এবং অনুশীলন নিয়ে বেশ আলোচনা থাকলেও হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবস্থাপনা নিয়ে খুব কম আলোচনাই ফোকাস পেয়েছে। ফলে এ দেশের হাসপাতালগুলো স্বাস্থ্যসেবার কতটুকু ইতিবাচক ফল বয়ে আনতে পারছে তা অনেকাংশেই অস্পষ্ট। তিনি বলেন, চিকিৎসাসেবার অন্যতম মাধ্যম হাসপাতালে যদি মানসম্মত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে, তবে এই হাসপাতালগুলোই দেশের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে সচেতন হওয়া জরুরি। ইমপেরিয়াল হাসপাতালের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কমিটির চেয়ারপার্সন সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, ইমপেরিয়াল হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ডা. তারেক আল নাসির, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, মেডলাইফ হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডা. সোমা রানী রায়। প্রবন্ধ উপস্থাপন করেন ইমপেরিয়াল হাসপাতালের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদ, মেডলাইফ হেলথ কেয়ারের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের প্রধান এম সিফাত উজ্জমান। ডা. ফাহমিদা হকের উপস্থাপনায় সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।