লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৬

আজাদী অনলাইন | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে চালকসহ ছয় জন আহত হয়েছেন। উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী বাসকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহণের একটি বাস (এসি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চুনতি অভয়ারণ্যের সাইনবোর্ড ও কয়েকটি গাছ ভেঙে যায়। দুর্ঘটনায় সোহাগ পরিবহণের চালকসহ ছয় জন আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেবার জগতে এম এ মালেক অনুকরণীয় দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শুক্রবার করোনায় আক্রান্ত ২ জন