চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের হয়েছে ২০.১১ কোটি টাকা। ৮,৯৬৫টি লেনদেনের মাধ্যমে মোট ৮২.১৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৮২৪.৫৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬৭.৮৩-তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৩৭.৫৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৬৩.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৮৬.৫৬ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,৫৩১.২৪ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৫৭০.৪৮ কোটি টাকায়। সিএসইতে ৩৭৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। প্রেস বিজ্ঞপ্তি।