চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত সপ্তম সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কর্র্র্ানিভ্যাল এর এইট বল পুল এবং স্নুকার ফাইনাল গত ২৩ মার্চ বুধবার সম্পন্ন হয়েছে। উত্তেজনাকর স্নুকার ফাইনালে গোলাম সরওয়ার চৌধুরীকে ৬-২ গেমে হারিয়ে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করেন। এছাড়া এইট বল পুলে সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুকে ১১-৭ গেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়ন হন।












