বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রামে হাসপাতাল লাগবে কি লাগবে না সেটা ভিন্ন। সিআরবিকে ধ্বংস করে হাসপাতাল করতে হবে এটা কোন যুক্তি হতে পারে না। যে সমস্ত মানুষের জন্য এই হাসপাতাল সে ধরনের আরও হাসপাতাল এখানে আছে। এই হাসপাতাল সাধারণ মানুষের কোন কাজে আসবে না। গতকাল সিআরবি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ চায় না এই ধরনের জায়গায় হাসপাতাল করার কোন যুক্তি নাই। সিআরবির সবুজ ঐতিহ্য ধ্বংস করে কোনো স্থাপনা হতে পারে না। সিআরবি আমাদের রক্ষা করতেই হবে। রাজনৈতিক সরকারকে তার ন্যূনতম জনপ্রিয়তা ধরে রাখতে গেলে জনগণের মতের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলা চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান, সাংবাদিক কাজী আবুল মনসুর, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জিয়াউর রহমান কল্লোল, ফারমিন ইলাহী ইরা, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী, এম শাহাদাৎ নবী খোকা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, সাজ্জাদ হোসাইন জাফর, ফটো সাংবাদিক আসিফ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











