চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিওরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব এপিলেপ্সি সচেতনতা দিবস উপলক্ষে এক সেমিনার গতকাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট এস এম আবু তৈয়ব। মূখ্য আলোচক ছিলেন চমেক হাসপাতালের নিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান এবং প্যানেলের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বক্তব্য রাখেন চমেক হাসপাতালের নিওরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর ও সহকারী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের নিওরোলজি বিভাগের প্রধান ডা. সোমেন চৌধুরী। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। প্রধান অতিথি এপিলেপ্সি সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তাকে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের প্রোগ্রাম এপিলেপ্সির বিষয়ে জনগণকে সচেতন করতে সাহায্য করবে। সেমিনারে সহযোগী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম ভুঁইয়া। সভায় ইঞ্জিঃ মো. জাবেদ আবছার চৌধুরী, খায়েজ আহমেদ ভুঁইয়া, এ এস এম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












