মালদ্বীপকে তাদের মাঠে হারাতে না পারার বৃত্ত এবার ভাঙতে মরিয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ফিফা র্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের (১৮৬তম) চেয়ে এগিয়ে ২৯ ধাপ। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া জানান, ‘আমরা সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছি। বেশ কয়েক মাস পর এ ম্যাচ দিয়ে আমরা আন্তর্জাতিক ফুটবলে ফিরব। আমরা এ ম্যাচ নিয়ে শিহরিত। একসঙ্গে প্রস্তুতির জন্য লম্বা সময় পাইনি, কিন্তু আমার বিশ্বাস আমরা মানিয়ে নিতে পারব। এই দলে অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ভালো একটা মিশেল আছে, যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। গত চারদিন আমাদের জন্য দারুণ ছিল। অনেক মিটিং করেছি, নিজেদের ভেতের অনেক কথা হয়েছে। কোচ বলছেন আমি এটা করতে চাই, আমি বলেছি নো প্রবলেম। সব কোচের নিজের স্টাইল আছে। আমাদের নতুন কোচের ভিন্ন কৌশল আছে। আমাদের সেটা প্রয়োগ করতে হবে। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা ৬-৭ বছর একসঙ্গে খেলছে, নিজেদের মধ্যে জানাশোনা আছে। কোচ যেটা চাইছেন, সেটা প্রয়োগ করতে হবে এবং আশা করি আমরা সেটা পারব।’ প্রস্তুতির কমতি নিয়ে চিন্তিত নন কোচ হাভিয়ের কাবরেরাও। চার দিনেই দলের মধ্যে নিজের দর্শন ছড়িয়ে দিতে পেরেছেন বলে দাবি করলেন এই স্প্যানিশ কোচ। কলম্বোয় লেমোসের অধীনে মালদ্বীপকে হারিয়েছিল। ওই ম্যাচের কথা উল্লেখ করে কোচ বলেন আমরা চেষ্টা করব সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে।