ডাক্তার

তাজবিদ সামারুন হক | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের যোদ্ধা যারা,
এক নামে তাঁদের ডাক্তার ডাকি আমরা,
আত্মত্যাগের মহিমায় আত্মহারা,
মানবসেবায় নিবেদিত প্রাণ তাঁরা।

রোগব্যাধি জরা যখন গাত্রে ধরে,
ডাক্তারের কথা সবার আগে মনে পড়ে,
স্রষ্টার পর যাদের প্রতি বিশ্বাস সবার,
ভয় নাই আর আছে যে ডাক্তার।

জীবনের সব আয়োজন উপেক্ষা করে,
ডাক্তার সমাজ রোগীর নিষেবণে নেমে পরে,
ঘুমের সাথে যুদ্ধে নেমে করে রাত্রিযাপন,
আত্মত্যাগের মহিমায় তাঁরা সবার উপর।

ভুলভ্রান্তি তাঁদের আছে কিছু ক্ষমাযোগ্য
তাঁরাও যে মানুষ কোনো অতিমানব নয়,
কিন্তু সেবার ব্রতে ডাক্তারের নেই কোনো ভয়;
মানবতার সেবায় ডাক্তারের হোক জয়!

পূর্ববর্তী নিবন্ধমশার উপদ্রব থেকে মুক্তি চাই
পরবর্তী নিবন্ধযক্ষ্মা নির্মূলে পদক্ষেপ জরুরি