ফটিকছড়ির খিরামে যুবকের মরদেহ উদ্ধার

শরীরে আঘাতের চিহ্ন

আজাদী অনলাইন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৩:৫০ অপরাহ্ণ

ফটিকছড়িতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম মো. সুমন বলে জানা গেছে।

আজ বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের লম্বাঢিলে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. সুমনের বাড়ি জাফতনগর ইউনিয়নের জাহানপুর হলেও দীর্ঘদিন ধরে তিনি খিরাম ইউনিয়নের প্রেমপুর ৯ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে থাকছিলেন। তার বাবার নাম মো. মানিক।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জামান বলেন, “খিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড