দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার আহ্বান

মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসককে পৃথক স্মারকলিপি প্রদানকালে এ আহ্বান জানানো হয়। এদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান অভিযোগ করেছেন, স্মারকলিপি প্রদানকালে পুলিশ ব্যানার নিয়ে টানাটানি করেছে।
নগর বিএনপি : নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা ও আবদুল মান্নানের নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী বেগম স্বারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, গুঁড়ো দুধ, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে অসহায় ক্রেতা। মোটা চাল এখন ৫৫ থেকে ৬০ টাকা, চিকন চাল ৭০ থেকে ৮০ টাকা, আটা ৪৫ থেকে ৫০ টাকা, ভোজ্যতেল ১৭০ থেকে ১৮০ টাকা, মশুর ডাল ১১০ টাকা থেকে ১৩০ টাকা, গুঁড়ো দুধ ৫৯০ থেকে ৬৫০ টাকা ও কাঁচা মরিচ ১০০ টাকার নিচে নামে না। এতে আরো বলা হয়, গত ১০ বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে ৯০ শতাংশ, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ১৪৪ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৮২ শতাংশ এবং পানির দাম বেড়েছে ২৬৪ শতাংশ।
দাম বৃদ্ধি নজিরবিহীন ও অস্বাভাবিক উল্লেখ করে বলা হয়, জনগণের নির্বাচিত সরকার থাকলে এই ধরনের সীমাহীন দাম বৃদ্ধি পেত না। জবাবদিহি নেই বলেই দাম বৃদ্ধির পেছনে অনৈতিক সিন্ডিকেট কাজ করছে। ক্ষুধা ও অনাহারে ক্লিষ্ট জনগণের জীবনকে ঝুঁকির মধ্যে নিপতিত করেছে ক্ষমতাসীন গোষ্ঠী। যেন সরকারের কোনো দায় নাই। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মাহবুব আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, নাজিম উদ্দীন আহমেদ, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মহানগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, দিদারুল আলম, নকিব উদ্দীন ভূঁইয়া, ইউসুফ শিকদার, হাজী নুরুল হক।
দক্ষিণ জেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসসহ দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণ চরম দুর্ভোগে আছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। টিসিবি থেকে পণ্য কেনার জন্য উপচে পড়া ভিড় প্রমাণ করে জনগণের অসহায়ত্ব। কিন্তু, জবাবদিহিহীন সরকারের কোনো মাথা ব্যথা নাই। উল্টো জনগণের ন্যায্য দাবির কর্মসূচিতে পুলিশি বাধা খুবই দুঃখজনক। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির আনচার, আবুল কালাম আবু, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল আলম শহিদ, মাহফুজুর রহমান আনিস, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, সঞ্জয় চক্রবর্ত্তী, জামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গাজী ফোরকান।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জের ব্যবসায়ীকে ২০ কোটি টাকা জরিমানা এক বছরের সাজা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শহরে করোনায় ২ জন আক্রান্ত