আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন নজমুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় আঞ্জুমান চট্টগ্রাম শাখার উদ্যোগে সম্প্রতি সম্মেলন কক্ষে এক খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এতে অংশ গ্রহণ করেন আঞ্জুমানের কোষাধ্যক্ষ মোরেেশদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আঞ্জুমানের সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম, ইঞ্জি. মো. আবিদুর রহমান সোহেল ও কর্মচারী বৃন্দ। মুনাজাত পরিচালনা করেন সেন্ট্রাল প্লাজা জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ নিজামী। মুনাজাতে লায়ন নজমুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। অঞ্জুমানের যারা অসুস্থ আছেন তাদের জন্যও দোয়া করা হয়। এছাড়াও মোহরা হযরত মাওলানা নূর আহমদ আলকাদরী (রঃ) দরগাহ প্রাঙ্গনে, ওয়াজেদিয়া মাদ্রাসা, বায়েজীদ এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিম খানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।