ফটিকছড়িতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজমের (রা.) পবিত্র সালানা ওরছ উপলক্ষে ফটিকছড়ির দাঁতমারায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জিলতলী কাদেরিয়া ইসলামীয়া মাদরাসা ময়দানে হাটহাজারী-ফটিকছড়ি সমন্বয় পরিষদের আওতাধীন ২৩নং দাঁতমারা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইউছুপ মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইউসুপ মাহমুদ, অধ্যাপক অলী আহাদ চৌধুরী, মাওলানা শাহাদাৎ হোসেন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা ইসরাফিল প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ প্রাপ্তির সহজ পথ মুনিরীয়া তরিক্বত। এ হচ্ছে সুন্নাতে মোস্তফার পূর্ণ বাস্তবায়নের এক অপরূপ নিদর্শন। প্রেস বিজ্ঞপ্তি।+

পূর্ববর্তী নিবন্ধধলই আমিন ভাণ্ডারে ওরশ
পরবর্তী নিবন্ধবামজোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ