হাটহাজারীতে ফ্যামিলি কার্ড ছাড়া ৫ জনের পণ্য নিলেন একজন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে নির্ধারিত ফ্যামিলি কার্ড ছাড়া ৫ জনের পণ্য একাই নিলেন এক ব্যক্তি। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্যরা এসব পণ্য হাতেনাতে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মনিটরিং টিম পরিদর্শনে এসে অনিয়মের এ চিত্র দেখতে পান।
জানা যায়, জসীম উদ্দিন নামের এক উদ্যোক্তা টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়া একাই নিয়েছেন ৫ জনের টিসিবি পণ্য। পরে সে পণ্যগুলো জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার তেল, ১০ কেজি ডাল, ১০ কেজি চিনি জব্দ করা হয়।
মনিটরিং টিম-৩ এর সদস্য বাংলাদেশ চা বোর্ডের সিনিয়র সহকারী সচিব (সচিব ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মনিটরিং টিম গঠন করা হয়েছে সে কমিটির সদস্য হিসেবে আমরা চট্টগ্রামের নগরসহ বিভিন্ন উপজেলার বিক্রয় কার্যক্রম মনিটরিং করছি। আমদের কাছে অনিয়ম ধরা পড়লে তা স্থানীয় প্রশাসনকে জানাই। আজকে যখন দেখলাম ট্রাকের কাছ থেকে এনআইডিসহ একটি নাম্বার দিয়ে পণ্য কেনার চেষ্টা করছে। আমরা ডিলারকে বলে দেয় এভাবে পণ্য বিক্রি না করতে। ফ্যামিলি কার্ড যাদের আছে তাদের কাছে বিক্রি করতে। এ সময় সন্দেহ হলে আমি ডিলারকে জিজ্ঞেস করি, ফ্যামিলি কার্ড ছাড়া কী পরিমাণ বিক্রি করা হয়েছে। সে জানায় কিছু বিক্রি করেছে। পরে ভেতরে গিয়ে দেখি টেবিলের নিচে রয়েছে অনেকগুলো। সেগুলো জব্দ করে ইউএনওকে পাঠিয়ে দেই।
অভিযুক্ত জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোন ফ্যামিলি কার্ডধারী পণ্য না নিয়ে ডিলারকে জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করে নির্ধারিত ফরম পূরণ করে এসব পণ্য ক্রয় করা যায়। সেজন্য সুযোগ পেয়ে তিনি তার স্বজনদের জন্য সুলভ মূল্যে এসব পণ্য ক্রয় করেছেন।
ইউএনও মো. শাহিদুল আলম জানান, জেলা মনিটরিং সদস্য ও চট্টগ্রাম চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন স্যার পরিদর্শনকালে এসব পণ্য জব্দ করে আমার দপ্তরে হস্তান্তর করেন। এ বিষয়ে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসিদ্দিকুর রহমান বাহাদুর
পরবর্তী নিবন্ধধলই আমিন ভাণ্ডারে ওরশ