পাহাড়তলীতে খাজা ফুড প্রোডাক্টসকে ‌১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৭:২৫ অপরাহ্ণ

নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদনসহ নানা অপরাধে নগরে পাহাড়তলী বাজারের ‘খাজা ফুড প্রোডাক্টস’কে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে ‘খাজা ফুড প্রোডাক্টস’ এ অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন, বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা-অস্ত্রসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধচবির শাটলের ছাদ থেকে পড়ে শিশু আহত