সাড়ে ৫ কোটি টাকা পেল সৌদি প্রবাসীদের পরিবার

শিক্ষাবৃত্তি ও কোয়ারেন্টিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও কোভিডকালীন সৌদি আরবগামী কর্মীর পরিবারের মাঝে হোটেল কোয়ারেন্টিন খরচ বাবদ প্রায় সাড়ে ৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ৫ম দিনে এ চেক বিতরণ করা হয়। এর মধ্যে গত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ প্রবাসীর ১২১ জন মেধাবী সন্তানকে জনপ্রতি ২৭ হাজার ৫ শ টাকা করে মোট ৩৩ লক্ষ ২৭ হাজার ৫ শ টাকা ও কোভিড-১৯ চলাকালীন সময়ে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সৌদি আরবগামী ২০৩৩ জন কর্মীর পরিবারকে হোটেল কোয়ারেন্টিন ভর্তুকি বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৮ লক্ষ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মুশাররাত জেবীন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) মো. নাজমুল হক ও সহকারী পরিচালক মো. আমিনুল হক। চেক গ্রহীতার পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী আশফিয়া কানিজ নিহা ও প্রবাসী পরিবারের সদস্য মো. আবু তাহের।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় চেক বিতরণ করা হয়। এছাড়া কক্সবাজার জেলার ৬২৩ জনকে ১ কোটি ৫৮ লাখ টাকা ও প্রবাসী কর্মীর ৩৭ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃক্তি বাবদ আরও ৭ লক্ষ ৭১ হাজার টাকা চেক মূলে প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী কর্মীদের কল্যাণে জেলা জনশক্তি-কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ও সাথে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দেশ থেকে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের কোন কোন দেশে কর্মী পাঠানো যায় সে লক্ষ্যে সরকার যথেষ্ট আন্তরিক।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবিশ্ব ডাউন সিনড্রোম দিবসের সভা